শিরোনাম
শুদ্ধাচার পুরস্কার ২০২২ পেলেন বরিশাল বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী।
বিস্তারিত
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)'র জাতীয় শুদ্ধাচার পুরস্কার ২০২১-২০২২ পেয়েছেন বরিশাল বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী জনাব মোঃ নুরুল হুদা। মঙ্গলবার (২১ জুন) জাতীয় শুদ্ধাচার পুরস্কার প্রদান নীতিমালা অনুযায়ী স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী জনাব সেখ মোহাম্মদ মহসিন মহোদয়ের স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এই তথ্য জানানো হয়।
বরিশাল বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী জনাব মোঃ নুরুল হুদা সহ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)'র বিভিন্ন পর্যায়ের ৩ ক্যাটাগরিতে মোট ১১ জন কর্মকর্তা-কর্মচারী জাতীয় শুদ্ধাচার পুরস্কার ২০২২ এর জন্য মনোনীত হয়েছেন।
চৌকস ও সৃষ্টিশীল জনাব মোঃ নুরুল হুদা স্যারকে কাজের স্বীকৃতি দেওয়ায় অভিনন্দন জানিয়ে আগামীদিনে জন্য শুভকামনা জানিয়েছেন শুভাকাঙ্ক্ষীরা।
উল্লেখ্য, ২০২১ সালে বরিশাল বিভাগে শুদ্ধাচার পুরস্কার লাভ করেন বরিশাল জেলা নির্বাহী প্রকৌশলী কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী জনাব মোঃ হাফিজুর রহমান সজল।