জনাব মোঃ নুরুল হুদা, অতিরিক্ত প্রধান প্রকৌশলী, চার্টার্ড ইনস্টিটিউট অফ প্রকিউরমেন্ট অ্যান্ড সাপ্লাই (সিআইপিএস) বাংলাদেশ শাখার সভাপতি (চেয়ারম্যান) ৫ বছরের বেশি ক্যাটাগরিতে তার সেবার জন্য স্বেচ্ছাসেবক পুরস্কার পেয়েছেন। পুরস্কার প্যাকেজে একটি ব্যাজ পিন এবং সিআইপিএস ইউকে থেকে একটি সম্মানসূচক প্রশংসা পত্র অন্তর্ভুক্ত ছিল। এ বছর কমিটির আরো ৩ জন - সর্বজনাব মোহাম্মদ হুমায়ুন কবির মোল্লা (সহ-সভাপতি), মোঃ এনামুল হক (সেক্রেটারী) ও রাশেদ মোর্শেদ (সদস্য) সিআইপিএস ইউকে থেকে স্বেচ্ছাসেবক পুরস্কার পেয়েছেন।
উল্লেখ্য যে, জনাব হুদা ২০১২ সালে CIPS-এর একজন ছাত্র সদস্য হন এবং ২০১৩ সালে ডিপ্লোমা, ২০১৪ সালে অ্যাডভান্সড ডিপ্লোমা এবং প্রফেশনাল ডিপ্লোমা ডিগ্রি সম্পন্ন করার পর পূর্ণ সদস্য হন। তিনি ২০১৬ সালে CIPS বাংলাদেশ শাখার সভাপতি (চেয়ারম্যান) নির্বাচিত হন এবং ২০১৮ সালে পুনঃনির্বাচিত হন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস